ময়মনসিংহের ভালুকা উপজেলার খারুয়ালী গ্রামে নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ছেলে জনি মিয়ার (২২) বিরুদ্ধে।
বুধবার (২৬ জুলাই) রাত ৮টায় উপজেলার খারুয়ালী গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম রুপিনা বেগম (৫৫)। তিনি ওই এলাকার শাহাবুদ্দিন শাহির স্ত্রী । বেশ কয়েক বছর আগে রুপিনা বেগমের স্বামী শাহাবুদ্দিন শাহু মারা গেছেন। তার চার ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে রুপিনা ঘরের বারান্দায় চেয়ারে বসে ছিলেন। এ সময় জনি নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চায়। রুপিনা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে জনি ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা বটি দিয়ে ঘাড়ে কোপ দেয়। এ সময় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রুপিনা। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
ওসি মো. কামাল হোসেন জানান, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক জনি মিয়া ঘটনার পর থেকে পলাতক আছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিজ্ঞাপন
টিবি

