রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মালয়েশিয়া যাওয়ার শখ মিটলো না তানভীরের, বাড়িতে এলো লাশ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়া যাওয়ার শখ মিটলো না তানভীরের,বাড়িতে এলো লাশ

মালয়েশিয়া যাওয়ার শখ মিটলো না সোহেল মোল্লা তানভীরের, বাড়িতে এসেছে লাশ। অথচ ছেলেকে মালয়েশিয়ায় পাঠাতে জমি বিক্রি করে দালালকে সাড়ে ছয় লাখ টাকা দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামের বাসিন্দা মেরাজ মিয়া।

ছেলেকে সুপারশপের কাজ দিতে চেয়েছিলেন দালাল। সে জন্য জরুরি ভিত্তিতে ছেলের পাসপোর্টও তৈরি করেছিলেন। সাড়ে চার মাস আগে দালাল ফ্লাইটের তারিখ দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের কথা জানান দালাল।


বিজ্ঞাপন


কয়েক দিন আগে ৩০ জনকে মালয়েশিয়ায় পাঠান দালাল। এতে মেরাজের পরিবারে বিশ্বাস জন্মায়, তাঁর ছেলেও বিদেশে যেতে পারবেন। দালালের কথামতো গত বৃহস্পতিবার ছেলে তানভির মিয়া ওরফে সোহেলকে (২২) নিয়ে ঢাকায় যান মেরাজ মিয়া। কিন্তু এবারও ফ্লাইট বাতিল হয়ে যায়। বাধ্য হয়ে ছেলেকে নিয়ে ট্রেনে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে পড়ে মেঘনা নদীতে নিখোঁজ হন ছেলে। 

রোববার (০২ জুন) দুপুরে ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে নরসিংদী জেলার রায়পুরা ও কুমিল্লা জেলার গৌরিপুর এলাকার মাঝামাঝি স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

তানভীরের বাস্তবে বয়স ১৭ বছর। তবে প্রবাসে যাওয়ার স্বার্থে পাসপোর্ট করতে গিয়ে কাগজে কলমে বয়স কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। 

তানভীরের আত্মীয় মো. হাসান জানান, সন্ধ্যা ছয়টার দিকে বাড়িতে লাশ নিয়ে আসা হয়। লাশ আসার পর বাড়িতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এক ভাই এক বোনের  মধ্যে ছোট ছিলেন তানভীর। বোন আশা মণির বিয়ে হয়ে গেছে। পরিবারটিতে বাবা-মা ছাড়া আর কেউ রইলো না। 


বিজ্ঞাপন


তানভীরের মামা মো. ইমরান হোসেন বলেন, ‘আমার বোনের পরিবারে আর্থিক অনটন ছিলো না। ভাগিনা যেন জীবনের প্রতি দায়িত্বশীল হয় সেজন্য তাকে প্রবাসে পাঠানোর চিন্তা করা হয়। এছাড়া প্রবাসে যাওয়া ও প্লেনে উঠার খুব শখ ছিলো তানভীরের। তার বাবা কখনো ছেলের শখ অপূর্ণ রাখেননি। প্রবাসে যাওয়ার বিষয়টা একরমম তার শখ পূরণ করার বিষয়ও কাজ করেছে।’

আরও পড়ুন

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘গত তিন দিন নৌ পুলিশসহ আমরা লাশ উদ্ধারে অভিযান পরিচালনা করি। রবিবার দুপুরে রায়পুরা এলাকায় এক জেলে পানিতে লাশ ভাসতে দেখে সেখানকার পুলিশে খবর দেয়। পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

m-yyg

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাড়ে ছয় লাখ টাকা চুক্তিতে মালয়েশিয়া যাওয়ার কথা তানভীরের। ৩১ মে সকালে ঢাকায় যাওয়ার পর জানতে পারেন তানভীরের জন্য বিমানের টিকিট ম্যানেজ করতে পারেনি সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, আগামী পাঁচ সাতদিনের মধ্যে টিকিট ম্যানেজ করে তানভীরকে পাঠানো হবে। এ অবস্থায় তানভীর ও তাঁর স্বজনরা উপকুল এক্সপ্রেস  ট্রেনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন পার হওয়ার পর সিট থেকে উঠে দরজার সামনে আসেন তানভীর। মুহুর্তেই সে মেঘনা সেতুতে পড়ে যায়। সেখানে উপস্থিত লোকজনের কাছ থেকে বিষয়টি শুনে সঙ্গে থাকা স্বজনরা বুঝতে পারেন তানভীরই পড়ে গেছেন। এরপর থেকে তার লাশ খোঁজাখুজি শুরু হয়। রবিবার এক জেলে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরিবারের লোকজন গিয়ে তানভীরকে শনাক্ত করে। 

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর