রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মালয়েশিয়ার ফ্লাইট বাতিলের পর ফিরছিলেন বাড়ি, কিন্তু মাঝ পথে নিখোঁজ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়ার ফ্লাইট বাতিলের পর ফিরছিলেন বাড়ি, কিন্তু মাঝ পথে নিখোঁজ

মালয়েশিয়ার ফ্লাইট বাতিলের পর বিমর্ষ মনে বাড়ি ফিরছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তানভির মিয়া (২২)। মাঝখানে ভৈরবের মেঘনা নদীতে পরে নিখোঁজ হয়েছেন তিনি। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা কিছুতেই মেনে নিতে পারছেন না ছেলে তানভীর ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে যাওয়ার বিষয়টি। তাদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠেছে। 

তানভীর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রাম এলাকার মো. মেরাজ মোল্লার ছেলে। বিশ বছর বয়সী তানভীর কিশোরগঞ্জের ভৈরব মেঘনা নদীর রেলওয়ে সেতু পার হওয়ার সময় চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা কেটে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


শনিবার (১ জুন) বিকেলে ভৈরব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ভৈরবের মেঘনা নদীর ওপর শহীদ হাবিলদার রেলওয়ে সেতু পাড়ি দেওয়ার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তানভীরের। সেই মোতাবেক মালয়েশিয়া যেতে বাড়িতে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হন। ছেলেকে বিমানে তুলে দিতে বাবাও বাড়ি থেকে ঢাকায় আসেন। বিমানবন্দর এসে হঠাৎ জানতে পারে অনিবার্য কারণে মালয়েশিয়া যাওয়ার ফ্লাইট বাতিল করা হয়েছে।

এরপর ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে করে বাবার সঙ্গে নিজ বাড়ি ফিরছিলেন তানভীর। ট্রেনটি মেঘনায় রেলওয়ে সেতু পাড়ি দেওয়ার সময় হঠাৎ দরজা থেকে পা পিছলে সে নদীতে পড়ে যান। পরে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তানভীরের সন্ধান মেলেনি।


বিজ্ঞাপন


তানভীরের চাচা শওকত উসমান মোল্লা বলেন, গতকাল শুক্রবার তানভীর মালয়েশিয়া যাওয়ার জন্য ঢাকা গিয়েছিলেন সাথে তার বাবা ও খালু গিয়েছিল। ঢাকা গিয়ে ফিঙ্গার দেওয়ার পর জানতে পারে তার ফ্লাইট ডেইট পরে জানাবে। ঢাকা থেকে তারা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি মেঘনা সেতুতে আসার পর তানভীর দরজায় দাঁড়িয়ে সেল্ফি তোলার সময় ট্রেন থেকে নদীতে পড়ে যায়।

ভৈরব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। এরপর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর