ত্রাণের কার্ড নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আব্দুর রব (৪৫) নামে এক কাঠমিস্ত্রি শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মূলত, তিনি তার ভাইকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীদের হামলায় নিহত হন।
রোববার (০২ জুন) বেলা ১১টার দিকে তিনি মারা যান। শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সার্জারি ইউনিট-১ চিকিৎসক অনুপ এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: টাকার জন্য আটকে রাখা হলো শিশু রোগীকে, হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু
এ ঘটনায় অভিযুক্ত সঞ্চিবসহ দু’জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
এর আগে শনিবার (০১ জুন) সন্ধ্যায় পিরোজপুরের কাউখালীতে হামলার শিকার হয়ে শেবাচিমে চিকিৎসাধীন ছিলেন আব্দুর রব। ত্রাণের কার্ড না পাওয়া নিয়ে নিহত আব্দুর রবের ভাই মজিবর ও তার স্ত্রীর (স্থানীয় ওয়ার্ডের মেম্বার) সঙ্গে প্রতিবেশী খাদিজার তর্ক হচ্ছিল। আলাপ চলার একপর্যায়ে মজিবরের ওপর হামলা চালায় কার্ডবঞ্চিত প্রতিবেশীরা। এ সময় আব্দুর রব তার ভাই মজিবরকে রক্ষা করতে গেলে তার মাথায় আঘাত করা হয়।
নিহত আব্দুর রব পিরোজপুর জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের নিলতি এলাকার মৃত মকবুল হাওলাদারের ছেলে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
নিহতের স্ত্রী রোজিনা আক্তার জানান, নিহত আব্দুর রবের ভাই মজিবর হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম স্থানীয় ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার (০১ জুন) সন্ধ্যায় খাদিজার কাছে ত্রাণের কার্ডের বিষয়ে কথা বলতে আসেন প্রতিবেশী সঞ্জয়, সঞ্জীব, সোলায়মানসহ বেশ কিছু লোক। এর একপর্যায়ে মেম্বার খাদিজা ও তার স্বামী মজিবর হাওলাদারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। তখন মজিবর হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায় সঞ্জয়, সঞ্জীব, সোলায়মানসহ কয়েকজন ব্যক্তি। এ সময় ভাই মজিবরকে রক্ষায় কাঠমিস্ত্রি আব্দুর রব এগিয়ে গেলে রড দিয়ে আব্দুর রবের মাথায় আঘাত করা হয়। তখন আব্দুর রব ও মজিবরকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানিয়েছেন, শারীরিক আঘাতে নিহত আব্দুর রবের মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। এ ঘটনা বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত হবে।
পিরোজপুরের কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ত্রাণের কার্ড না পাওয়ার কারণ জানতে মেম্বার খাদিজার কাছে যান হামলাকারীরা। কথা কাটাকাটির একপর্যায়ে তাদের (আব্দুর রব ও মজিবর) ওপর হামলা চালানো হয়। এ সময় সোলায়মান নামে এক ব্যক্তি আব্দুর রবের মাথায় আঘাত করেন। এতে সে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

