সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছেলেকে ‘হত্যা’র পর প্রকৌশলী বাবার ‘আত্মহত্যা’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৪, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

ছেলেকে ‘হত্যা’র পর প্রকৌশলী বাবার ‘আত্মহত্যা’
ফাইল ছবি

রাজধানীর শেরে বাংলানগর এলাকার একটি বাসা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশ বলছে, ছেলেকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন ওই বাবা। তিনি মেয়েকেও মেরে ফেলার চেষ্টা চালিয়েছেন। 

মশিউর রহমান সবুজ নামের ওই ব্যক্তি বাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার ছেলে সাদাবের এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। এ ঘটনায় সবুজের মেয়ে সিনথিয়াকে (১৩) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


বিজ্ঞাপন


রোববার (৭ এপ্রিল) সন্ধ্যার পরে শেরে বাংলা নগর থানা এলাকার তালতলা মোল্লাপাড়ার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে বাবা ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, সেই বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় অপরজনের মেঝে থেকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের তেজগাঁ জোনের এডিসি রুবায়েত ফেরদৌস। তিনি বলেন, নিহত বাবা ঋণে জর্জরিত হয়ে গিয়েছিলেন। তিনি দুই থেকে আড়াই বছর আগে চাকরি ছেড়েছেন। বিভিন্নখানে বিনিয়োগ করে কাজ করতেন। সম্প্রতি অভাবে পড়েছেন। সে কারণে ছেলেকে হত্যার পর তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও জানান, সবুজের গ্রামের বাড়ি বগুড়ায়। তবে ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে গেছে। তার অবস্থা ভালো না। 


বিজ্ঞাপন


এমআইকে/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর