মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

loading/img

বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বৌলাই, রক্তি ও যাদুকাটা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার (৩১ মে) সকালে সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার সেন্টিমিটার ৫৭ নিচ দিয়ে ৭.২৩ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। রাতে ভারি বৃষ্টিপাত হয়নি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ভারী বর্ষণে প্লাবিত সিলেটের জন্য আবহাওয়া অফিসের দুঃসংবাদ

এছাড়াও বিভিন্ন নদ-নদী থেকে হাওরে পানি প্রবেশ করায় হাওরাঞ্চল প্লাবিত হচ্ছে। হাওরে পানি বৃদ্ধি পাওয়া স্বাভাবিক হলেও নদীতীরের লোকজন বন্যার আশঙ্কা করছেন।

Sunamgonj-2

পাউবোর তথ্যমতে ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ৬৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই বৃষ্টির পানি সুনামগঞ্জের সীমান্ত নদী দিয়ে আসছে ফলে হাওরাঞ্চলে পানি টইটম্বুর হয়ে গেছে। আগামী ৪৮ ঘণ্টা পানি বৃদ্ধি থাকবে। এতে করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কার রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।


বিজ্ঞাপন


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, উজান থেকে নেমে আসা পাহাড়িঢলের পানিতে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে না।

Sunamgonj

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানিয়েছেন, আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বন্যার তথ্য প্রদানের জন্য প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এদিকে বন্যা সতর্কতায় সব ধরনের প্রস্তুতি নিয়ে স্থানীয়দের সতর্কতা অবলম্বনে করা হয়েছে মাইকিং। তবে এখনও কোনো এলাকা প্লাবিত হয়নি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর