সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

পারিবারিক বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বামীর ছুরিঘাতে স্ত্রী সালেহা বেগম (৬০) খুন হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্বাসরোধে বিধবা নারীকে হত্যা, গ্রেফতার ২

এ সময় স্থানীয় লোকজন ঘাতক স্বামী আব্দুর রহিমকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে সালেহা বেগমের সঙ্গে তার বৃদ্ধ স্বামীর প্রায়ই বাকবিতণ্ডা হতো। বৃহস্পতিবার সকালে একই বিষয় নিয়ে তাদের দু’জনের মধ্যে কলহ শুরু হয়। এ ঘটনার জেরে আব্দুর রহিম তার স্ত্রীকে ছুরিঘাত করে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ঝিনাইদহে একজনকে গলাকেটে হত্যা


বিজ্ঞাপন


তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকেও আটক করা হয়। এ বিষয়টিতে এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর