রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্বাসরোধে বিধবা নারীকে হত্যা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৮ মে ২০২৪, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্বাসরোধে বিধবা নারীকে হত্যা, গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রেজিয়া খাতুন নামে এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) উত্তর প্রসাদ পাঠক।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বেধড়ক মারপিটে চাকরির তদবিরকারী নিহত

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গতকাল সোমবার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গ্রামের একটি আম বাগান থেকে রেজিয়া খাতুন (৪৮)-এর লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে নিহতের ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে উক্ত ঘটনার রহস্য উদঘাটনে পীরগঞ্জ থানা এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি বিশেষ টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করে নিবিড়ভাবে কাজ শুরু করে। একপর্যায়ে স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হত্যার ঘটনার সঙ্গে জড়িত আসামি দেলোয়ার হোসেন (৪৬) ও এনতাজুল (৪৫)-কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: জয়পুরহাটে পারিবারিক কলহে ২ নারী নিহত 


বিজ্ঞাপন


পুলিশের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা যায়, ওই নারীকে তারা শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হলে তারা মুখ চেপে ধরে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর