রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

বগুড়ায় ভোটকেন্দ্রে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় ভোটকেন্দ্রে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ভোটকেন্দ্রে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আজমাইন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) বেলা সাড়ে ৩টার দিকে পুকুর থেকে আজমাইনের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্বাসরোধে বিধবা নারীকে হত্যা, গ্রেফতার ২

আজমাইন শাজাহানপুর উপজেলার মানিকদিপা পুর্বপাড়া গ্রামের আব্দুল মমিনের একমাত্র ছেলে।

শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঝিনাইদহে একজনকে গলাকেটে হত্যা


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, বুধবার বেলা ১২টার দিকে আজমাইন মানিকদিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেড়াতে যায়। দুপুরে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। বিকেল সাড়ে ৩টার দিকে ভোটকেন্দ্র সংলগ্ন পুকুরে আজমাইনের মরদেহ ভেসে উঠে। পরে শিশুটির লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার কথা পুলিশকে এখনও কেউ জানায়নি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর