রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু

হবিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা মো. এমদাদুল হক নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ‍্যালয় কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


মৃত সহকারী প্রিসাইডিং অফিসার হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. এমদাদুল হক হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রচারণায় গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ

সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি বুকে ব‍্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) সদর রঞ্জন চন্দ্র দে বলেন, ভোট চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর