ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার (৩৫) নির্বাচনী প্রচারণায় গিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার (২৮ মে) দুপুর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
বিজ্ঞাপন
এ ঘটনায় বুধবার (২৯ মে) প্রীতির সন্ধান চেয়ে বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।
আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রীতি। নির্বাচনে প্রতীসহ তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার জানান, গতকাল মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় চালাতে যান প্রীতি। এরপর থেকে আর প্রীতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি অবগত করা হয়। পরবর্তীতে বুধবার সকালে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, প্রীতি খন্দকার নিখোঁজ মর্মে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
প্রতিনিধি/টিবি