বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোটকেন্দ্রে সেলফি তুলে সাবেক ছাত্রলীগ নেতার ফেসবুকে পোস্ট

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

ভোটকেন্দ্রে সেলফি তুলে সাবেক ছাত্রলীগ নেতার ফেসবুকে পোস্ট

রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রের বুথে প্রতীকে সিল দেওয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। তার নাম ওমর ফারুক ফারদিন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা গেছে, ফারদিনের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। বুধবার (২৯ মে) সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন তা নিয়ে গেছেন। বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তুলেছেন।

ভোট দেওয়ার পর ফারদিন তার ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, ছবিটি বুথের ভেতর তোলা। ফারদিনের হাতে ব্যালট আছে। এতে মোটরসাইকেল প্রতীকে সিল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু।

এই ছবি ফেসবুকে পোস্ট করার ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারদিন দাবি করেন, এটি ফারদিনের মোবাইল নম্বর নয়। তিনি কোনো ছবি ফেসবুকে পোস্ট করেননি।

ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, ছবিটি আমার দৃষ্টিগোচর হয়েছে।  পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, এ ছবি তিনি দেখেছেন। ফারদিনকে খোঁজা হচ্ছে। তাকে আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর