বৈধ কাগজপত্র না থাকায় এবং জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকর পরিবেশের কারণে রংপুর নগরীর দু’টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। একইসাথে ইউনিএইড হসপিটাল ও ফিজিওথেরাপি সেন্টারকে ৭০ হাজার টাকা এবং থাইরোকেয়ার মর্ডান ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৭ মে) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কসবায় জাল ভোট দেওয়ার চেষ্টা, একজনের সাজা
তিনি জানান, ইউনিএইড হসপিটাল ও ফিজিওথেরাপি সেন্টার এবং থাইরোকেয়ার মর্ডান ল্যাবের লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া পরিবেশের প্রত্যয়নপত্র, হসপিটালে ডিউটি ডক্টর ও পোস্ট অপারেটিভ ইউনিট নেই। এসব কারণে এই দু’প্রতিষ্ঠানকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তবে প্রতিষ্ঠান দু’টির মালিক দ্রুত সব প্রকার বৈধ কাগজপত্র তৈরি করার অঙ্গীকার করেছেন। যার কারণে আপাতত প্রতিষ্ঠানগুলো সিলগালা না করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সময়ের মধ্যে বৈধ কাগজপত্র তৈরি করতে না পারলে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন: কক্সবাজারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ১৫৩ স্থাপনা ক্ষতিগ্রস্ত
বিজ্ঞাপন
রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ হাসান মৃধা আরও বলেন, রংপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো যাতে অবৈধভাবে কোনো ব্যবসা করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি/ এমইউ

