মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

রংপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৬ মে ২০২৪, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের বদরগঞ্জে থানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৬ মে) সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট বটতলী এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রংপুরে ধান কাটার সময় হিটস্ট্রোকে ১ কৃষকের মৃত্যু

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার জাহান। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট বটতলী এলাকার রাস্তার পাশে একটি ধানক্ষেতে এক যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে ওই ইউনিয়নের চৌকিদার ও এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ সময় যুবকের পরনে ছিল শার্ট ও জিন্সের প্যান্ট। 

পুলিশ ধারণা করছে যে যুবকের বয়স ২৫–২৮ বছরের মধ্যে হবে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অনুমান করা হচ্ছে যে মাথায় আঘাত করে ওই যুবককে হত্যা করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কোটচাঁদপুরে ড্রাগন ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

এ বিষয়ে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার জাহান বলেন, ওই অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর