মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

রংপুরে ধান কাটার সময় হিটস্ট্রোকে ১ কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

রংপুরে ধান কাটার সময় হিটস্ট্রোকে ১ কৃষকের মৃত্যু

রংপুরে জমিতে ধান কাটার সময় হিটস্ট্রোকে শহিদুল ইসলাম (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৫ মে) দুপুরে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সৃত শহিদুল ইসলাম এনায়েতপুর সাতভেন্টি পশ্চিম পাড়া গ্রামের আমিন ওরফে গাঁটু মিয়ার ছেলে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও শহিদুল ইসলাম জমিতে ধান কাটতে যান। সকাল থেকে জমিতে ধান কাটার কাজ করেন তিনি। দুপুরের দিকে প্রচণ্ড রোদের কারণে এক সময় তার মাথা ঘুরতে থাকে এবং চোখে ঝাপসা দেখেন। পরে জমির আইলের মধ্যে বসে পড়েন শহিদুল এবং সেখানেই অজ্ঞান হয়ে যান তিনি। তাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে আসে অন্য কৃষকরা। বাড়িতে নিয়ে আসার পর তিনি মারা যান।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জমি নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মিঠাপুকুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, সারাদেশের মতো রংপুরেও তীব্র দাবদাহ চলছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে যে আজ রংপুরের তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর