ঠাকুরগাঁওয়ে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইসহ আপন দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ মে) রাত ১০টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতোল গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ফ্যানের তার ঠিক করতে গিয়ে বড় ভাই তমিজ উদ্দীন (৫০) বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। এসময় ছোট ভাই রবিউল ইসলাম (৪৫) তাক বাঁচাতে গেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মৃত দুই ভাই বর্মতোল গ্রামের দবিজ উদ্দিনের ছেলে।
এদিকে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তমিজ উদ্দিনের ১ ছেলে ও ১ মেয়ে এবং ছোট ভাই রবিউল ইসলামের ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শকে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এভাবে একসাথে দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাই বিদ্যুৎ বিষয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমএইচএম