মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় যুবক আটক

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৩ মে ২০২৪, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় যুবক আটক

ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তের রত্নাই বিওপির সীমানায় নীতিশ পাল (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রত্নাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম।


বিজ্ঞাপন


আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে ভারতীয় যুবককে গুলি করে হত্যা করলো বিএসএফ 

আটক ওই যুবক বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের ধীরেন পালের ছেলে।

রত্নাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম জানান, ২২ মে বুধবার রাতে আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপির ঠকবস্তি বটতলা সীমানায় ডিউটি করার সময় রাত ৮টায় সিমানা পিলার ৩৮২ এস-এর ২০০ গজ ভেতরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় নীতিশ পালকে আটক করা হয়। তিনি দীর্ঘ আট বছর ধরে দিল্লিতে রাস্তার কাজ করতেন।

আরও পড়ুন: টেকনাফ সীমান্তে ফের তীব্র গোলাগুলির শব্দ, আতঙ্কে স্থানীয়রা 


বিজ্ঞাপন


পরে তাকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর