শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা: ৩০ বাড়ি ভাংচুর, আহত ৫

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ২২ মে ২০২৪, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা: ৩০ বাড়ি ভাংচুর, আহত ৫

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে। এ সময় ৩০ বাড়ি ভাংচুর করা হয় এবং পাঁচজন আহত হন।

বুধবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে বিজয়ী ও পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মৌলভীবাজারের রাজনগরে ফের চেয়ারম্যান শাহজাহান

স্থানীয়রা জানান, নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বিজয়ী হয় এবং পরাজিত হন দোয়াত-কলম মার্কার প্রার্থী শামীম হোসেন মোল্লা। এ ঘটনায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ৩০টি বাড়ি ভাংচুর করে। তখন পাঁচ ব্যক্তি আহত হয়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চেীধুরী বলেন, শৈলকুপার বন্দেখালী গ্রামে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এতে কিছু বাড়ি ভাংচুর হয়েছে। 

আরও পড়ুন: ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতায় আহত ৪


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর