শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মৌলভীবাজারের রাজনগরে ফের চেয়ারম্যান শাহজাহান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২২ মে ২০২৪, ১১:৩০ এএম

শেয়ার করুন:

মৌলভীবাজারের রাজনগরে ফের চেয়ারম্যান শাহজাহান

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।


বিজ্ঞাপন


পরে রাতে বেসরকারি ফলাফলে জানা যায়, জেলার রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩৭ হাজার ৮১৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৫৯৮ ভোট।

অপর চেয়ারম্যান পদে প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৯১৮ ভোট।

আরও পড়ুন

জয়পুরহাটে সদরে মিঠু ও পাঁচবিবিতে শিখা নির্বাচিত

এদিকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির ফৌজি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সুমাইয়া সুমি।


বিজ্ঞাপন


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রিটার্নিং অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর