দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন নজরুল ইসলাম সাত্তার। তিনি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সহোদর। তার প্রাপ্ত ভোট ২৮ হাজার ৮৩৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বকশীগঞ্জ উপজেলা পরিষদের চারবারের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট।
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। তিনি ভোট পেয়েছেন ৩০ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সোলাইমান হোসেন মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২৫ হাজার ৮৯৮।
বিজ্ঞাপন
ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইসলামপুর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। এই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি/জেবি