উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ঝালকাঠির নলছিটি উপজেলা একজনকে ১৫ দিনের ও একজনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উপজেলার দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল হোসেন মৃধাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
বিজ্ঞাপন
কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন— মগড় ইউনিয়নের আক্কেল আলীর ছেলে আলামিন ও দপদপিয়া ইউনিয়নের আলমগীর বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস।
আরও পড়ুন
এদিকে, ঝালকাঠির ১৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এই দুই উপজেলায় মোট প্রার্থী রয়েছেন ২৩ জন। যার মধ্যে ঝালকাঠি সদরে ৯ জন ও নলছিটিতে ১৪ জন।
বিজ্ঞাপন
২টি উপজেলার ২০ ইউনিয়ন ও ২টি পৌর সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। এছাড়া পুলিশ ৮৫০ জন, বিজিবি ১০৫ জন, র্যাব সদস্য ৩৫ জন, আনসার ব্যাটালিয়ন ৩০ জন, আনসার ভিডিপি ২০৪২ জন দায়িত্ব পালন করছেন।
প্রতিনিধি/টিবি

