মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২১ মে ২০২৪, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় দুর্জয় কর্মকার নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে ‍দুই কিশোরকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ মে) সকাল পৌনে ১১টায় উপজেলার কামাইছড়া প্রাইমারি স্কুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম দুর্জয় কর্মকার। আটক দুই কিশোর হলো- চনচল দাস ও রিমন সবর। তারা তিনজনই বাহুবল উপজেলা বালুছড়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

কটিয়াদীতে জাল ভোট দিতে গিয়ে কিশোর-কিশোরী আটক

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কামাইছড়া প্রাইমারি স্কুল কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তিনজনকে ধরা হয়। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম তাদের মধ্যে দুর্জয় কর্মকারকে জাল ভোটের অভিযোগে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, এ ছাড়া অপর দু’জনের বয়স কম থাকায় তাদের আটক করে শিশু আইনে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে। অপর দু’জনকে থানায় আটক রাখা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর