ষষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বরিশালের হিজলা ও মুলাদী উপজেলার ১২১ কেন্দ্রে আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় হিজলা উপজেলায় ৯.৩১ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। মুলাদী উপজেলায় ভোট পড়েছে ৯.০৮ শতাংশ।
বিজ্ঞাপন
এ তথ্য নিশ্চিত করেছেন দুই উপজেলার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই।
দুপুর ১২টা পর্যন্ত দুই উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটগ্রহণ শুরুর দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছুটা বেড়েছে। তবে বেশ কিছু কেন্দ্রে কিছুক্ষণ পরপর ভোটারদের ভোট কক্ষে প্রবেশ করতে দেখা গেছে। এসব কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি।
বিজ্ঞাপন
দুই উপজেলার রিটার্নিং অফিসার মনদীপ ঘরাই বলেন, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। ভোট কক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে পোলিং এজেন্টরা সাথে সাথে সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রিজাইডিং অফিসারকে জানাবেন। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে হিজলা ও মুলাদী উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার বলয় গড়ে তোলা হয়েছে। দুই উপজেলার ১২১টি কেন্দ্রের মধ্যে ৭৩ কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, দুই উপজেলায় নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে ১৪শ পুলিশ সদস্য কাজ করছে।
এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), নৌ পুলিশ, আনসার, কোস্টগার্ডের পাশাপাশি অন্তত ৪০টি মোবাইল টিম রয়েছে।
বরিশাল জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থীর প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে।
উল্লেখ্য, এ দুই উপজেলায় বিভিন্ন পদে মোট ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে হিজলা উপজেলায় পাঁচজন চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ প্রার্থী লড়ছেন। মুলাদী উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীসহ মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হিজলায় ১ লাখ ৩১ হাজার ৬২১ জন ভোটার রয়েছে। মুলাদীতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ২৩৭ জন।
প্রসঙ্গত: গত ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে আজ (২১ মে) নির্বাচন হচ্ছে। ২৯ মে তৃতীয় ও ৫ জুন হবে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট।
প্রতিনিধি/এসএস