নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে মেয়ের হাত ধরে ভোট কেন্দ্রে এসেছেন কামরুন্নাহার বেগম (৭৫)। কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে মহাখুশি তিনি।
মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলার পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ চিত্র দেখা যায়।
বিজ্ঞাপন
উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় ভোটগ্রহণ চলছে।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে আসতে কষ্ট হচ্ছিল বৃদ্ধা কামরুন্নাহারের। পরে কেন্দ্রের দায়িত্বে থাকা মহিলা আনসার সদস্য ভোট কক্ষে নিয়ে এই বৃদ্ধকে ভোট দিতে সহযোগিতা করেন।
ভোট দিয়ে কামরুন্নাহার বলেন, আলহামদুলিল্লাহ ভোট দিতে কোনো অসুবিধা হয়নি। শান্তিতে ভোট দিয়ে এসেছি।
আরও পড়ুন
এই দুই উপজেলায় মোট প্রার্থী রয়েছেন ২৩ জন। যার মধ্যে ঝালকাঠি সদরে ৯ জন ও নলছিটিতে ১৪ জন।
ঝালকাঠি সদরে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুই উপজেলায় ৩ লাখ ৪৭ হাজার ৯৭৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ঝালকাঠি সদরে ১ লাখ ৭৯ হাজার ২৯৯ জন ও নলছিটিতে ১ লাখ ৬৮ হাজার ৬৭৪ জন ভোটার রয়েছে।
প্রতিনিধি/এসএস

