৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয় এ ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে এদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টা অতিবাহিত হলেও কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি একেবারেই কম।
বিজ্ঞাপন
এদিকে ভোটগ্রহণের দেড় ঘণ্টায় ৩২ ভোট পড়েছে ঝিকরগাছা উপজেলার বদরুদ্দীন মুসলিম হাইস্কুল ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪৮৩ এবং নারী ১ হাজার ৬৫২ জন।
বদরুদ্দীন মুসলিম হাইস্কুল কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মো. সালাউদ্দিন কম সংখ্যাক ভোট পড়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো রকম ঝামেলা ছাড়াই সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ১৬৮। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩১ হাজার ৯৯৮ এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১৭০ জন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান নারী পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিনিধি/এসএস