ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে মৌলভীবাজার সদর উপজেলায় নির্বাচনের তারিখ নির্ধারণ ছিল। কিন্তু সদর উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যেই ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা রিটার্নিং অফিস।
বিজ্ঞাপন
জানা গেছে, রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান (কাপ-পিরিচ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল (আনারস) ও সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু (মোটরসাইকেল)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মো. আব্দুল কাদির ফৌজি (টিউবওয়েল), মহিম দে মধু (উড়োজাহাজ), মো. আব্দুল হাকিম (চশমা), সঞ্জয় দেবনাথ (বই) ও জবলু তালুকদার (তালা)।
এছাড়াও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম (পদ্মফুল), লুৎফুল নাহার (বৈদ্যুতিক পাখা) ও সুমাইয়া সুমি (ফুটবল প্রতীক)
জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
পুলিশ সুপার মো. মনজুর রহমান জানান, আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্য শতভাগ পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করবে।
রিটার্নিং অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, ইতোমধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে মোতায়েন আছে।
প্রসঙ্গত, ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজনগর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫শত ৫৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১ শত ৪৯ জন ও নারী ভোটর ৯১ হাজার ৪ শত ৩ জন। উপজেলার ৬৭টি ভোটকেন্দ্রের মোট ৪ শত ৭০টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি/এমএইচএম