নাটোরের নলডাঙ্গায় ইসলামী জালসা থেকে প্রেমিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক রুবেলসহ তার দুই সহযোগীদের বিরুদ্ধে।
শুক্রবার (১৭ মে) দিনগত রাতে উপজেলার সেনভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত রুবেল হোসেন (৩০) উপজেলার সেনভাগ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এবং ভুক্তভোগী ওই তরুণী উপজেলার সেনভাগ আশ্রয়ণ গুচ্ছগ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তেলকুপি উচ্চ বিদ্যালয়ে মাঠে ইসলামী জালসা শুনতে গিয়েছিল ধর্ষণের শিকার ভুক্তভোগী তরুণী ও তার এক বান্ধবী। পরে জালসা থেকে ভ্যানযোগে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে প্রেমিক রুবেল হোসেন ও তার দুই সহযোগী একটি নির্জন আমবাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করে। পরে রুবেলের আরও দুই সহযোগী ওই তরুণীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করার সময় চিৎকার করলে স্থানীয় লোকজন এলে তারা পালিয়ে যায়।
বিজ্ঞাপন
রোববার (১৯ মে) দুপুরে ও তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
নলডাঙ্গা থানার কর্মকর্তা মো. মোনোরুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে ওই ভূক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে থানায় নারী ও নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।
প্রতিনিধি/এসএস