রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

ছাগলনাইয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ১৯ মে ২০২৪, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

ছাগলনাইয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে মাহাদী হাসান (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

রোববার (১৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাতক্ষীরায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহাদী ওই গ্রামের মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে। 

তিনি এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে স্নাতকে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাঘাইছড়িতে বজ্রপাতে বাড়ি পুড়ে ছাই
 
এ বিষয়ে রাধানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাহতাব উদ্দিন মজুমদার বলেন, দুপুরের দিকে আকাশ মেঘলা থাকায় মাহাদী গরু আনতে বাড়ির পাশের মাঠে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর