নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দুই প্রার্থী এবং প্রার্থীর সমর্থককে ৪২ হাজর টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ মে) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এসময় উপজেলার পাকা ইউনিয়নের একডালা বাজারে শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসলাম উদ্দিনের একাধিক নির্বাচনী অফিস নির্মাণের অপরাধে এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩০টি প্লাস্টিকের চেয়ার, একশ' পোস্টার জব্দ করা হয়।
ওই দিন সন্ধ্যায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের ছবি দিয়ে গেঞ্জি তৈরির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা ও ৩টি গেঞ্জি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
মোটরসাইকেল নিয়ে শোডাউন করার অপরাধে একই প্রার্থীর এক সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এবং কলস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মিতা বেগম শিবলিকে মোটরসাইকেল নিয়ে শোডাউন করার অপরাধে ১০ হাজার টাকাসহ মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে। গতকাল বাগাতিপাড়ার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে প্রার্থী ও প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন সেজন্য প্রার্থী ও সমর্থকদের সতর্ক করা হয়েছে।
প্রতিনিধি/এসএস