রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা, প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৪ মে ২০২৪, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) মো. শরিফুল হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধানাইদহ এলাকায় ওই প্রার্থীকে এ জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু।


বিজ্ঞাপন


বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে উপজেলার ধানাইদহ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল হাসান আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০১৬ এর ৩২ বিধিতে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করে।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, সামনে নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন না করেন সেজন্য  প্রার্থীকে সতর্ক করা হয়েছে। ভবিষতে কোনো প্রার্থী বার বার আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তাদের প্রার্থীতা বাতিলও হতে পারে বলে তিনি জানান।

উল্লেখ্য, আগামী ২৯ মে তৃতীয় ধাপে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর