গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পাপিয়া বেগম (৪০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তারই চাচা দুলা মিয়ার (৫০) বিরুদ্ধে।
শনিবার (১৮ মে) সকালের দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পানির পাম্পের সুইচ দিতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
নিতহ পাপিয়া ওই গ্রামের নুরুল হক মাস্টারের মেয়ে ও মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী। হত্যাকারী দুলা মিয়া বিরামেরভিটা গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত দুলা মিয়া তার লোকজন ও ছেলে রাব্বিকে নিয়ে পাপিয়াদের পূর্বের বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপণ করতে যায়। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা দুলা মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পাপিয়া বেগমের গলায় আঘাত করে। এতে ওই নারী গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্বজনরা আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার বলেন, আমরা এ ঘটনায় পারভিন বেগম নামের একজনকে গ্রেফতার করেছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/ এমইউ