মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মিরসরাইয়ে মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ১৭ মে ২০২৪, ০৫:০৯ এএম

শেয়ার করুন:

ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মিরসরাইয়ে মহাসড়ক অবরোধ

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। 


বিজ্ঞাপন


গত ২২ এপ্রিল ঢাকার বনানী থানাধীন পার্ক সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায় চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফুর রহমান শাহীনকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে প্রধান আসামি করে এবং আরও ৭ জনের নাম উল্লেখ করে তিনি ঢাকা মহানগর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নং-৩ এর আদালতে মামলা দায়ের করেন। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, চেয়ারম্যান মাহফুজুল হক প্রকাশ জুনুকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১০টায় বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে যুবলীগ নেতা মাহফুজ ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে বিক্ষোভ করে স্থানীয় নেতাকর্মীরা। এসময় মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

আরও পড়ুন

বীর মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল গ্রেনেড সদৃশ বস্তু

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


IMG-20240516-WA0076

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন,  ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে ডিএমপির বনানী থানার ফৌজদারি মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় ১ নাম্বার আসামি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া অংশে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেই। এসময় প্রায় ৩০মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিলো। তবে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে গ্রেফতারের ঘটনায় তার নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে রাখে। চট্টগ্রাম জেলা প্রশাসকের  সাথে কথা বলে চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে আইনী সহায়তা দেওয়ার বিষয়ে অবরোধকারীদের আশ্বস্ত করা হলে তারা মহাসড়ক থেকে সরে যায়। 

তিনি আরও বলেন, এ সময় কোনো ধরনের গাড়ি ভাংচুর করা হয়নি। তারা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করেছিলো।

প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর