চট্টগ্রামের মিরসরাইয়ে এক বীর মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে গিয়ে মাটির নিচে গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ মে) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মধ্য আজমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এলাকাবাসীর ধারণা - এটি হয়তো এখনও অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ কারণে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে সাঘাটার মুক্তিনগর ইউনিয়ন
স্থানীয় সূত্রে জানা গেছে, হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসাইন মারা যাওয়ায় তার কবর খুঁড়তে গিয়ে লোকজন মাটির নিচে গ্রেনেড সদৃশ বস্তুটি দেখতে পান। এরপর তারা এটিকে তুলে কবরস্থানের একপাশে রেখে দেন। এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হিঙ্গুলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম জানান, মঙ্গলবার আমার এলাকার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসাইনের কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া যায়। প্রথমে লোহা মনে করে একপাশে রেখে দেওয়া হয়। পরে বস্তুটির ওপরের মাটি পরিষ্কার করলে গ্রেনেড আকৃতির মনে হয়েছে। এটা আমরা কবরস্থানের পাশে রেখে দিয়েছি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
তিনি আরও জানান, আমার ধারণা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া গ্রেনেডটি কোনো কারণে হয়তো বিস্ফোরিত হয়নি। পরে দীর্ঘ সময় মাটিচাপা থাকার কারণে ওপরের আবরণের কিছুটা ক্ষতি হয়েছে। বিষয়টি জোরারগঞ্জ থানার পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম জানান, আজমনগর এলাকায় বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এরপর তারা গ্রেনেড সদৃশ বস্তুটিকে নিজ হেফাজতে নেয়। বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ওই রহস্যময় বস্তুটি সর্ম্পকে জানা যাবে।
প্রতিনিধি/ এমইউ

