রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা জামায়াতের আমির এবং রংপুর মডেল কলেজের শিক্ষক আনোয়ারুল হক কাজলকে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।
বুধবার (১৫ মে) সকালে নগরীর আশরতপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাজায় হামলা বন্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি রংপুর মডেল কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আনোয়ারুল হক কাজল সক্রিয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
আরও পড়ুন: নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রবিউল ইসলাম জানান, আনোয়ারুল হক কাজলের বিরুদ্ধে কোতোয়ালি এবং তাজহাট থানায় একাধিক নাশকতার মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। এ জামায়াত নেতাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

