শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ লাঙলের তাপসের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ লাঙলের তাপসের

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার প্রার্থীর খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। 

তিনি বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরিশালে এসে সভায় যোগ দিয়েছেন। এই উপলক্ষ্যে নগরীতে সহস্রাধিক গাড়ির বহর বের করেছে বরিশাল ছাত্রলীগ। তারা নৌকা প্রার্থীর সাইনবোর্ড নিয়ে নগরীতে ঘুরেছে। গাড়ি বহর দেখে নগরীর মানুষ ভীত সন্ত্রস্ত হয়েছে।’


বিজ্ঞাপন


জাতীয় পার্টির মেয়র প্রার্থী তাপস আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী অহরহ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। তিনি রাস্তা জুড়ে নির্বাচনী কার্যালয় তৈরি করেছেন। রাস্তা দখল করেছে, খাল দখল করেছে। তারা আবার আজকে (বৃহস্পতিবার) কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আগমন উপলক্ষ্যে একটি প্রোগ্রামের নামে সহস্রাধিক গাড়ি নিয়ে নগরীতে মহড়া-প্রোগ্রাম করছে। এতে নগরীর সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পরেছে। মানুষকে এসব মহড়া দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। তারা খোকন সেরনিয়াবাতের সাইনবোর্ড লাগিয়ে এই প্রোগ্রাম করেছে। এগুলো নির্বাচন কমিশন দেখেনা? না দেখার চেষ্টা করছে না। তারা রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে। তাদের এখন আর কর্মী ছাড়া কোন সমর্থক নেই। এসব মহড়ায় সমর্থক আরও কমে, মানুষ বিরক্ত। সরকারের উচিত একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। তা না করলে মানুষ আরও বিগড়ে যাবে তাদের ওপরে।’

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেবেন কিনা? জানতে চাইলে তাপস বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এর আগেও দুই বার অভিযোগ দিয়েছি। সেই অভিযোগেরও কোন উত্তর তারা (নির্বাচন কমিশন) দেয়নি। নির্বাচন কমিশন বলে, তথ্য প্রমাণসহ অভিযোগ দিতে। আমি এখন নির্বাচনী প্রচারকাজ করবো? না নেতাকর্মীদের নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করবো? এগুলো যদি আমারই করতে হয় তাহলে নির্বাচন কমিশন আছে কেন?’

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী আবরার জাহিন সামিট জানান, ঢাকা থেকে রওনা হয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের গাড়ির বহর বিকাল ৩টায় নগরীর প্রবেশমুখ ছয়মাইল নামক স্থানে পৌঁছায়। আগে থেকেই সেখানে সহস্রাধিক মোটরসাইকেল ও কয়েকশত মাইক্রোবাস অবস্থান করছিল। পরে বিশাল মোটর শোভাযাত্রা করে নগরীতে প্রবেশ করি।

সামিট জানান, সভাপতি-সাধারন সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ১৩৭টি গাড়ি নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। পথে আরও অনেক গাড়ি যুক্ত হলে বরিশালে পৌছেন দুই শতাধিক গাড়ির বহর নিয়ে। নগরের প্রবেশমুখ ছয়মাইল মোড়ে আগে অবস্থান করছিল পিরোজপুরের ২৫০টি, পটুয়াখালীর ১৩০টি. বরগুনার ৮০টিসহ বিভিন্ন এলাকা থেকে আসা মাইক্রোবাস ও প্রাইভেটকার এবং সহস্রাধিক মোটরসাইকেল।


বিজ্ঞাপন


বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বৃহস্পতিবার রাতে ঢাকা মেইলকে বলেন, ‘ছাত্রলীগের মহড়া বের করা প্রসঙ্গে কোন খবর তার কাছে নেই।’ প্রমাণসহ অভিযোগ দেওয়া প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘এটা তো ঠিক না মনে হয়। প্রার্থী লিখিত বা মৌখিক কোন অভিযোগ দিলে তার সঙ্গে যদি কোন তথ্য-প্রমাণ না থাকে তাহলে আমি কি ব্যবস্থা নেবো? আমরা সব সময় অনুরোধ করছি তথ্য-প্রমাণসহ অভিযোগ দেন। তদন্ত করে ব্যবস্থা নেবো। যদি তারা সহযোগিতা না করেন তাহলে আমার কিছু করার নেই।’

প্রসঙ্গত বরিশালে ছাত্রলীগের যৌথ সমন্বয় সভা উপলক্ষ্যে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিশালে আগমনে সহস্রাধিক মোটর সাইকেল ও ৫ শতাধিক গাড়ি নিয়ে বহর বের করেন বরিশাল ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে গাড়ি বহর নিয়ে সভায় যোগ দেন ইনান। এই সমন্বয় সভায় নৌকার মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর