ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আহ্বায়ক কমিটি।
সোমবার (১৩ মে) বিকেলে প্রেসক্লাবের কার্যালয়ে কমিটির আহবায়ক আজহারুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন - নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম।
বিজ্ঞাপন
এ সময় আজহারুল হক, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সুমন ও বিপ্লব ঘোষ নবনির্বাচিত কমিটির সভাপতি খালিদ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক কাজী সোহেলের কাছে এ দায়িত্ব বুঝিয়ে দেন।
আরও পড়ুন: শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবশীষ সম্পাদক মেরাজ
তখন উপস্থিত ছিলেন - নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাবেক সভাপতি অমিতাভ অপু।
এ সময় দায়িত্ব গ্রহণ করেন নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আজহারুল হক, সহ-সভাপতি শাহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ ইমরান হোসেন সুজন, দফতর সম্পাদক ফজলুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম খলিল, সাদের হোসেন বুলু ও বিপ্লব ঘোষ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাংবাদিকদের লাঞ্ছিত করলেন ইউপি চেয়ারম্যান
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক বিষয়াদির নথিপত্র বুঝে নেন নতুন কমিটির সদস্যরা। সেই সঙ্গে নতুন কমিটিকে ফুল দিয়ে গ্রহণ করেন পুরাতন কমিটি ও প্রেসক্লাবের সব সদস্যরা।
গত ৪ মে নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ২০২৪-২৭ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
প্রতিনিধি/ এমইউ

