সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

উপজেলা প্রতিনিধি, ঢাকা (দোহার-নবাবগঞ্জ)
প্রকাশিত: ১৩ মে ২০২৪, ১০:১৯ পিএম

শেয়ার করুন:

নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আহ্বায়ক কমিটি। 

সোমবার (১৩ মে) বিকেলে প্রেসক্লাবের কার্যালয়ে কমিটির আহবায়ক আজহারুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন - নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম।


বিজ্ঞাপন


এ সময় আজহারুল হক, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সুমন ও বিপ্লব ঘোষ নবনির্বাচিত কমিটির সভাপতি খালিদ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক কাজী সোহেলের কাছে এ দায়িত্ব বুঝিয়ে দেন।

আরও পড়ুন: শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবশীষ সম্পাদক মেরাজ

তখন উপস্থিত ছিলেন - নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাবেক সভাপতি অমিতাভ অপু।

এ সময় দায়িত্ব গ্রহণ করেন নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আজহারুল হক, সহ-সভাপতি শাহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ ইমরান হোসেন সুজন, দফতর সম্পাদক ফজলুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম খলিল, সাদের হোসেন বুলু ও বিপ্লব ঘোষ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাংবাদিকদের লাঞ্ছিত করলেন ইউপি চেয়ারম্যান

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক বিষয়াদির নথিপত্র বুঝে নেন নতুন কমিটির সদস্যরা। সেই সঙ্গে নতুন কমিটিকে ফুল দিয়ে গ্রহণ করেন পুরাতন কমিটি ও প্রেসক্লাবের সব সদস্যরা।

গত ৪ মে নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ২০২৪-২৭ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর