শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মুন্সিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ১২ মে ২০২৪, ১০:২২ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মুন্সিগঞ্জের শ্রীনগরে আরশেদ আলী নামের এক বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার মামলায় মূল অভিযুক্ত ও আসামি শহিদুল ইসলাম ওরফে জহুরুলকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

রোববার (১২ মে) দুপুরে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মী এ রায় ঘোষণা করেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নারায়ণগঞ্জে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের এপিপি (অ্যাডভোকেট) সিরাজুল ইসলাম পল্টু। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া নয়াবাড়ি এলাকার আরশেদ আলী বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার জনৈক জাহাঙ্গীর হোসেনের বাড়ির কেয়ারটেকার শহিদুল ইসলাম ওরফে জহুরুল পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে আরশেদকে (নিহত) ধারালো কোদাল দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার দিন দুপুরে নিহতের স্ত্রী রহিমা বিবি বাদী হয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর বিচার কার্যক্রম শেষে আজ দুপুরে আদালত আসামির ফাঁসির রায় প্রধান করেন। তবে আসামি পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতে এ রায় দেন আদালত।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

ঢাকা মেইল-কে বিষয়টি নিশ্চিত করে এ আদালতের রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট সিরাজুল ইসলাম পল্টু জানান, এই রায়ে বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে। এর আগে গ্রেফতারের পর অভিযুক্ত আসামি আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। পরে রাষ্ট্রপক্ষ ৯ জন সাক্ষী উপস্থাপনের মাধ্যমে সাক্ষ্য প্রদান করলে, আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আমরা (রাষ্ট্রপক্ষ) এ রায়ে খুশি। তবে আসামিকে দ্রুত খুঁজে বের করে রায় কার্যকর করার দাবি জানান তিনি। 

তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম ওরফে জহিরুল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার নড়াইল গ্রামের আলাউদ্দিন ওরফে সিদ্দিক সাহার ছেলে। অপরদিকে নিহত ওরশেদ আলী (৬৫) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা নয়াবাড়ি মাগডাল এলাকার স্থানীয় বাসিন্দা। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর