নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মোক্তারকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৪ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (৩ মে) দিবাগত রাতে খাগড়াছাড়ি জেলার মাটিরাঙা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১ ও র্যাব-৭।
গ্রেফতার প্রধান আসামি মো. মোক্তার (২৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছোনার গ্রামের শুক্কুর আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার ভুক্তভোগী ও তার স্বামী উভয়ই পেশায় শ্রমিক। ভুক্তভোগীর স্বামী ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ভাড়া বাসায় তার স্ত্রীকে রেখে কাজে চলে যান। বাসায় অন্য কেউ না থাকার সুযোগে ভুক্তভোগীকে একা পেয়ে সন্ধ্যায় আসামি মোক্তার (২৫) ও তার সহযোগীরা মিলে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে এবং পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে আসামিরা ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া জানান, গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামি মোক্তার (২৫), ও খোকাকে (৩০) রূপগঞ্জ থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। উভয় আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আদালতের রায় ঘোষণার পর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোকাকে র্যাব-১১ এর আভিযানিক দল গ্রেফতার করলেও প্রধান আসামি মোক্তার পলাতক ছিলেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১১ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস