সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

শাশুড়িকে হত্যার অভিযোগে ছেলের বউ গ্রেফতার 

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১২ মে ২০২৪, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

শাশুড়িকে হত্যার অভিযোগে ছেলের বউ গ্রেফতার 

জয়পুরহাটে শাশুরিকে হত্যার অভিযোগে ছেলের বউ মুনি আক্তার নীলা (২০)-কে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১২ মে) সকালে পাঁচবিবি উপজেলার হরেন্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার মুনি আক্তার নীলা হরেন্দা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। 

আরও পড়ুন: নির্বাচনে পোলিং এজেন্ট হত্যা মামলার আসামি গ্রেফতার

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১১ মে) সন্ধ্যার দিকে আড়াই বছরের শিশু নাতনীকে ভাত খাওয়ানোকে কেন্দ্র করে শাশুড়ি রোকেয়া বেগম ও তার ছোট ছেলের বউ মুনি আক্তার নীলার মধ্যে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে ছেলের বউ শাশুড়ির মাথার চুল চেপে ধরে টানাহেঁচড়া করতে থাকে। 

এ সময় রোকেয়া বেগমকে মুনি আক্তার জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ঘরের দরজার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন শাশুড়ি রোকেয়া। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিদ্যুৎ উপকেন্দ্রে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু

এদিকে খবর পেয়ে আহত মাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন ছেলে। সেখানে রোগীর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত ৯টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মারা যান রোকেয়া। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় শ্বশুর হাসেন আলী বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযুক্ত ছেলের বউ মুনি আক্তারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর