সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

নির্বাচনে পোলিং এজেন্ট হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১০ মে ২০২৪, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

নির্বাচনে পোলিং এজেন্ট হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার প্রতিবাদকে কেন্দ্র করে পোলিং এজেন্ট আখতারুজ্জামানকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি ছলিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

শুক্রবার (১০ মে) দিবাগত রাতে খুরুশকুল বঙ্গবন্ধু বাজার এলাকায় তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রেমিকার পরিকল্পনায় খুন হন মেসকাত

র‍্যাব: ১৫-এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেতুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থী বাবুলের লোকজন জাল ভোট দিতে গেলে অপর এক মেম্বার প্রার্থী কামাল-এর পোলিং এজেন্ট আখতারুজ্জামান বাধা দেন। 

তখন মেম্বার প্রার্থী বাবুলের লোকজন তাকে টেনে-হিঁচড়ে বাইরে এনে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আক্তারুজ্জামান মৃত্যুবরণ করেন। 

আরও পড়ুন: স্ত্রীকে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা


বিজ্ঞাপন


এরপর শুক্রবার পোলিং এজেন্ট আখতারুজ্জামানকে নির্মমভাবে হত্যার ঘটনায় আসামি ছলিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। তিনি এত দিন পলাতক ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর