মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ১০ মে ২০২৪, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

লালমনিরহাটে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ মে) বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহত কৃষক আজিজার রহমান (৬০) ওই গ্রামের ভাষা সৈনিক মৃত জহির উদ্দিন আহমেদের ছেলে।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষাণীর মৃত্যু

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে আজিজার রহমান জমিতে পানি দেওয়ার উদ্দেশ্যে সেচঘরে যান। 

সন্ধ্যা ৬টার দিকে ওই সেচঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন পাশের জমির লোকজন। তারা গিয়ে দেখতে পান সেচ পাম্পের বিদ্যুতের তার পুড়ে গেছে এবং আজিজার অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছেন।


বিজ্ঞাপন


পরে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সজনে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর