শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

রংপুরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

রংপুরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নবাব আলী (৭২) নামে আওয়ামী লীগের এক প্রবীণ কর্মী।  

বুধবার (৮ মে) দুপুরে ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের বড় ছেলে আমিনুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রবীণ কর্মী নবাব আলী পীরগাছা উপজেলার তাম্বলপুর ইউনিয়ন উত্তর সোনারায় এলাকার বাসিন্দা। তিনি যেকোনো নির্বাচন এলেই আওয়ামী লীগের নৌকার পক্ষে কাজ করেন। এবার বয়সের কারণে নির্বাচনে কাজ করতে না পারলেও আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে যান তিনি। 

আরও পড়ুন: দুই নাতনিকে সঙ্গী করে ভোট দিলেন শতবর্ষী হাইতুননেছা


বিজ্ঞাপন


দুপুর সাড়ে ১২টার দিকে নবাব আলী ভ্যানে করে সোনারায় কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান এবং ভোট দেন। পরে আবার ভ্যানে উঠে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই মারা যান তিনি। 

এ বিষয়ে মৃত নবাব আলীর বড় ছেলে আমিনুল ইসলাম জানান, বাবার অসুস্থতার খবর শুনে ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই। গিয়ে দেখি বাবা আর নেই। বাবা আজীবন আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। 
 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর