রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় যুবক আটক

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় যুবক আটক

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (৮ মে) দুপুর ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলার মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের সময় দলবদ্ধ হয়ে কয়েকজন যুবক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়া শুরু করে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: জাল ভোটের অভিযোগে ফুলগাজীতে ১১ যুবক আটক

এ সময় আনসারা সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে হৃদয় হোসেনকে আটক করেন। এ সময় অন্যরা পালিয়ে যান।

আটক হৃদয় হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়নের পিয়াজু পাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

আরও পড়ুন: সাঘাটায় জাল ভোট দিতে গিয়ে ওয়ার্ড আ.লীগের সভাপতি আটক


বিজ্ঞাপন


বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার গোপাল চন্দ্র বর্মণ।  

তিনি বলেন, হঠাৎ ভোটকেন্দ্রের বুথে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট।  

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর