দোকানের পেছনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন যুবদল নেতা কে জামাল (৩৮)। পেছন থেকে তাকে রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরে স্থানীরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠান।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল বাজারে এমন ঘটনা ঘটেছে। আহত কে জামাল মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহব্বায়ক। তিনি উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের তারু নেওয়াজের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কাইটাইল বাজারের মাজু মাস্টারের দোকানের পেছনে মোবাইলে কথা বলছিলেন কে জামাল। কিছু বুঝে উঠার আগেই পিছন থেকে তাকে রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন
মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির জানান,‘কাইটাইল বাজারের একটি দোকানের পিছনে ফোনে কথা বলছিলেন কে জামাল। হঠাৎ তার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। কারা এমন হামলা করেছে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিজ্ঞাপন
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান,‘সংবাদ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/একেবি