রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

মাগুরায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

মাগুরায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
ছবি: ঢাকা মেইল

মাগুরায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২ জানুয়ারি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি জানিয়েছেন। এর আগে রোববার (১ জানুয়ারি) জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত মারুফ হোসেন মুন্না (৪০) জেলা যুবদলের সদস্য। তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। তিনি শহরের পারনান্দুয়ালী এলাকার বাসিন্দা।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক জানান, মারুফ এক আইনজীবীর চেম্বারে কম্পিটারের কাজ করেন। রাতে সেখানে কাজ শেষে এক আইনজীবীকে নিয়ে বের হন। তখন একদল অস্ত্রধারী তাদের ধাওয়া করে। এসময় আইনজীবী পালিয়ে গেলেও অস্ত্রধারীরা মুন্নাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

যুবদল নেতা মারুফ হোসেন মুন্না জানান, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তার ওপর হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তিনি এজন্য যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ আনেন।

তবে যুবদল নেতার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলেছেন জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান। তিনি বলেন, রোববার আমরা সারাদিন দলীয় প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম। যুবদল নেতা মুন্নার ওপর কারা হামলা করেছে তা জানা নেই। মিথ্যা ও অযথাই তিনি আমাদের ওপর দায় চাপাচ্ছেন।


বিজ্ঞাপন


ওসি মোস্তাফিজুর রহমান জানান, হামলায় আহত মারুফ হোসেন মুন্নাকে হাসপাতালে ভর্তি আছেন। তবে কারা তার ওপর হামলা করেছে তিনি তাদের চিনতে পারেননি বলে জানিয়েছেন। তবে হামলাকারীদের চিহ্নিত করতে সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে মামলা করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর