মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কেন্দ্রে এসে জানতে পারলাম ভোট দেওয়া হয়ে গেছে’

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

‘কেন্দ্রে এসে জানতে পারলাম ভোট দেওয়া হয়ে গেছে’

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট দিতে এসে মো. বেলাল হোসেন নামে এক জেলে জানতে পেরেছেন যে তার ভোট দেওয়া হয়ে গেছে। অন্য কেউ তার ভোটটি দিয়েছেন।

বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে রামগতি উপজেলার বাণী কামেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কীভাবে তার ভোট অন্য ব্যক্তি এসে (জাল) ভোট দিয়ে গেল সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার মিনহাজ উল-মেরাজ ও সহকারী প্রিজাইডিং অফিসার মো. মাঈন উদ্দিন।

আরও পড়ুন

প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ আটক ৪

ভোটার বেলাল হোসেন ঢাকা মেইলকে জানান, আমি নদীতে মাছ শিকার করি। সকালে নদীতে মাছ ধরতে না গিয়ে ভোট দিতে আসলাম। কষ্ট করে লাইনে দাঁড়িয়ে বুথে গিয়ে জানতে পারলাম আমার ভোট কে বা কারা দিয়ে ফেলছে। এতে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ হয়নি। মনটা খারাপ করে বেলাল হোসেন ভোটকেন্দ্র থেকে বের হয়ে যান।

জানতে চাইলে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিনহাজ উল-মেরাজ ঢাকা মেইলকে জানান, ভোট শুরু হওয়ার আগমুহূর্তে সবাইকে বারবার সর্তক করছি কোনভাবেই যেন একটি ভোটও জাল না হয়। কীভাবে একটি ভোট জাল হয়ে গেল। আমরা বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত।


বিজ্ঞাপন


llakkhi

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আহসান উল্লাহ হিরন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুর রহমান দিদার, চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ ও ভিপি নুরনবী।

এছাড়া এ উপজেলায় ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন

কোমর ভাঙা, তবুও লাঠিতে ভর করে ভোট দিলেন শাহিনুর

এদিকে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে লড়াই করছেন ৫ জন। তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, জামশেদা জাং চৌধুরী, রোকেয়া বেগম ও মাহবুবুর রহমান টিপু। এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, রামগতি ও কমলনগর মোট ভোটার সংখ্যা-৩ লাখ ৮৪ হাজার ৯৭৩ জন। পুরুষ- ২ লাখ ২ হাজার ৬০ জন। নারী- ১লাখ ৮২ হাজার ৯১২জন। সকাল সকাল ৮টা থেকে রামগতি কমলনগর ভোটগ্রহণ শুরু হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর