রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাঁদা মাড়িয়ে ভোট কেন্দ্রে আসছেন ভোটাররা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ০৯:৪৫ এএম

শেয়ার করুন:

কাঁদা মাড়িয়ে ভোট কেন্দ্রে আসছেন ভোটাররা

কাঁদা মাড়িয়ে ভোটকেন্দ্রে আসছেন নাটোরের ভোটাররা। তবে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি ছিল।

বুধবার (৮ মে) সকালে নলডাঙ্গা উপজেলার ৪১ নম্বর কাজীপুর দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।


বিজ্ঞাপন


অপরদিকে মঙ্গলবার (৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ নাটোর জেলায় মুষলধারায় বৃষ্টিপাত হওয়ায় এ কাঁদার সৃষ্টি হয়।

সরেজমিনে সকালে দেখা গেছে, কাঁদা-পানি মাড়িয়ে ভোটকেন্দ্রে আসছেন নারী-পুরুষ ভোটাররা। ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন তেমন দেখা না গেলেও ভোটারদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। তবে বুথের সামনে কয়েকজন নারী-পুরুষ ভোটারদের লাইন দেখা গেছে।

nator

ভোট দিয়ে কেন্দ্র ছাড়ার সময় ৫৫ বছরের বৃদ্ধ রজব আলী বলেন, রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রাস্তায় কাঁদা হয়েছে। ২ কিলোমিটার কাঁদা রাস্তা পাড়ি দিয়ে কেন্দ্রে ভোট দিতে এসেছি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। এখন বাড়ি ফিরে জমিতে কাজে যাবো।


বিজ্ঞাপন


আরেক ভোটার সাদিকুর রহমান বলেন, সকাল সকাল ভোট দিতে আসলাম। আবহাওয়া অনেক ঠান্ডা। আমি দ্বিতীয় বার উপজেলা নির্বাচনে ভোট দিচ্ছি। খুব ভাবে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে পুলিশ ও আনছার সদস্যরা রয়েছেন।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাশ কুমার ঢাকা মেইলকে বলেন, সকালে ভোটাদের উপস্থিতি কিছুটা কম। যেহুতু রাতে বৃষ্টি হয়েছে, সেজন্য ভোটার সংখ্যা কম। তবে আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

উল্লেখ্য, নাটোরে তিন উপজেলায় ৩০২ ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে।

নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১১৫টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭২ হাজার ৩০২ জন ভোটার রয়েছে।

নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৫৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ১৭ হাজার ১৫১ জন ভোটার রয়েছে।

সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১৩৩টি ভোটকেন্দ্রে ৩ লাখ ২ হাজার ৫৭০ জন ভোটার রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর