বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে বিক্ষোভ করছে। এ কারণে উত্তাল হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। সেখানে বন্দী হয়ে ছিল ৩০০ কর্মকর্তা-কর্মচারী।
সোমবার (৬ মে) বেলা ১১টা থেকে শুরু করে সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেট অবরোধ করে শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জগন্নাথে ছাত্রলীগের বিক্ষোভ
এ সময় কর্মকর্তা-কর্মচারীদেরকে অবরুদ্ধ বা বন্দী করে রাখা হয়। তখন তারা আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে ভিসি ড. মো. হাসিবুর রশীদ এসে পরিস্থিতি শান্ত করেন এবং আন্দোলনকারীরা প্রশাসনিক ভবন থেকে চলে যান।
আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে বলেন, পরীক্ষার তারিখ পার হয়ে গেছে তবু পরীক্ষা হয়নি। এ কারণে আমরা সেশনজটে পড়বো। সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র বিভাগীয় প্রধানের স্বাক্ষর ছাড়া হয় না। এ ক্ষেত্রে আমরা বিভিন্ন জটিলতায় ভুগছি। এ কারণে আইন অনুযায়ী আমাদের বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হোক। কবে তাকে নিয়োগ দেওয়া হবে - আমাদেরকে এটা না জানানো পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব।
আরও পড়ুন: স্বাধীন ফিলিস্তিনের দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
বিজ্ঞাপন
উল্লেখ্য, সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম ১০ মার্চ বিভাগীয় প্রধান হিসেবে তার মেয়াদ শেষ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে পরবর্তীতে কেউ বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেননি।
প্রতিনিধি/ এমইউ