সারাদিন তীব্র দাবদাহের পর রাতে হবিগঞ্জে বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে। এতে গরমে নাকাল মানুষ কিছুটা হলেও শান্তি ফিরে পেয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে আকাশে ঘনঘন বিজলি চমকাচ্ছিল। রাত ১১টা থেকে শুরু হয় বজ্রপাতসহ বৃষ্টিপাত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শহরের বিভিন্ন এলাকাসহ জেলার ৯টি উপজেলাতেও বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে জেলার তাপমাত্র অনেকটা কমে এসেছে। এতে স্বস্তি ফিরেছে জেলাবাসীর মধ্যে। রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা ধরে বৃষ্টিপাত হয়। পরে বৃষ্টি থামলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
স্থানীয়রা জানান, সারদিনের তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। রাতে বৃষ্টিপাত হওয়ায় শান্তিতে ঘুমাতে পারবে মানুষ।
বিজ্ঞাপন
টিবি

