জয়পুরহাটে তীব্র তাবপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। এতে করে আবহাওয়া কিছুটা শীতল অনুভব হচ্ছে। ভারী বর্ষণ না হলেও সামান্য বৃষ্টিতেই জনজীবনে স্বস্তি নেমে আসে।
শনিবার (৪ মে) বিকেল ৪টার দিকে শহরে শুরু হওয়া বৃষ্টি স্থায়ী বেশি সময় ছিল না। তবে যতটুকু বৃষ্টি হয়েছে তাতেই জনজীবনের শান্তির পরশ নেমে এসেছে।
বিজ্ঞাপন
বৃষ্টির পর অনেকেই স্বস্তির কথা লিখে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।
রিকশাচালক দুলু মিয়া বলেন, গত কয়েক দিন ধরে তীব্র গরমের মধ্যে রিকশা চালাতে পারিনি। আজ বৃষ্টি হওয়ার পর কিছু টা গরম কমেছে।
শহরের শাপলা নগর মহল্লার সুমন হোসেন বলেন, টিনের ঘরে থাকি, রোদের তাপে টিনের গরমে গা জ্বলে। আজকে ঠান্ডা হবে। শান্তিতে ঘুমাবো।
প্রতিনিধি/এজে

